হোয়াটসঅ্যাপে ‘কল লিংক’ চালু করার ফিচার

হোয়াটসঅ্যাপে ‘কল লিংক’ চালু করার ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি

নভেম্বর ১২, ২০২২ ৮:২২ পূর্বাহ্ণ

হোয়াটসঅ্যাপে ‘কল লিংক’ নামের নতুন এক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অন্যদের ভয়েস ও ভিডিও কলে যুক্ত করতে আমন্ত্রণ জানাতে পারবেন। এ ছাড়া ওই লিংক শেয়ার করে অন্যদের হোয়াটসঅ্যাপ অডিও বা ভিডিও কলে যুক্ত করা যাবে।

ফিচারটি অনেকটা জুম ও গুগল মিটসের মতোই। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কলস ট্যাব থেকে কল লিংকস তৈরি করতে পারবেন। কল লিংকস অপশনটি একদম হোয়াটসঅ্যাপের ওপরের দিকে থাকবে।

ফিচারটি চালু করতে প্রথমে অ্যানড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলুন। এবার হোয়াটসঅ্যাপের কল ট্যাবে যেতে হবে। এর পর ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট কল লিংক’ অপশন ট্যাপ করুন।

এখান থেকে ভিডিও, নাকি ভয়েস করবেন, সেটি নির্বাচন করুন। এবার তৈরি হওয়া লিংকটি সরাসরি শেয়ার কিংবা কপি করে শেয়ার করতে পারবেন। লিংকটি যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট, গ্রুপ কিংবা অন্য অ্যাপে পাঠানো যাবে। প্রতিবারই এখানে ভিন্ন ভিন্ন কল লিংক তৈরি হবে।

একটি কল লিংক ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। চাইলে কল লিংকে যুক্ত করতে ইচ্ছুক নয়, এমন ব্যবহারকারীকে ব্লক করা যাবে।

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন ব্যক্তিদের কাছেও এ লিংক শেয়ার করা যাবে। চলতি সপ্তাহেই অ্যানড্রয়েডে যুক্ত হয়েছে ফিচারটি। হোয়াটসঅ্যাপ-প্রধান উইল ক্যাথকার্ট এক টুইটের মাধ্যমে কল লিংক ফিচার চালুর ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *