স্ট্র দিয়ে পানীয় পানে যেসব ক্ষতি হতে পারে

লাইফস্টাইল স্পেশাল

মে ১০, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ

বাড়ছে রোদের তীব্রতা। এই সময় বাইরে বের হলেই পোহাতে হয় নানা ভোগান্তি। ধুলা-বালি, রোদ, ঘাম ইত্যাদি সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা। গরমে তৃষ্ণাও পায় বেশি। গরমে হৃদয়কে শীতল করতে বা ঠাণ্ডা অনুভবের জন্য আমরা বিভিন্ন ধরনের পানীয় পান করে থাকি। অনেক ক্ষেত্রে এসব পানীয় পানের সময় আমরা ব্যবহার করি স্ট্র। বিশেষ করে কোল্ড কফি, জুস, ডাবের পানির মতো পানীয় পানের ক্ষেত্রে এর ব্যবহার বেশি দেখা যায়। অথচ প্লাস্টিকের এসব স্ট্র ব্যবহার মানব দেহের জন্য ক্ষতিকর।

রাস্তাঘাটে বা রেস্তোরাঁয় যেখানেই খেতে যাই সেখানেই কোল্ড কফি হোক বা নরম পানীয়, প্রত্যেকটিরই সঙ্গী থাকে স্ট্র। এই স্ট্র ব্যবহারে সরাসরি পানীয়ের পাত্রে মুখ দিতে হয় না। তেমনই লিপস্টিক ঘাঁটারও ভয় নেই। আবার শরবতের স্বাদও এতে ধীরে ধীরে অনুভব করা যায়।

কিন্তু এই স্ট্রয়ের ব্যবহার কি আদৌ স্বাস্থ্যকর? চিকিৎসকরা কিন্তু স্ট্র ব্যবহারকে মোটেই স্বাস্থ্যকর বলছেন না। ঘন ঘন স্ট্রয়ের ব্যবহার থেকে বিরত থাকার কথাই বলছেন তারা।

আজকে আমরা আলোচনা করবো স্ট্র দিয়ে পানীয় পানে যেসব ক্ষতি হতে পারে।

১. স্ট্র যে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, সেটি খুবই নিম্নমানের। তাই যখন আপনি অতিরিক্ত ঠান্ডা বা গরম পানীয় স্ট্র দিয়ে পান করেন তখন এর ভেতর দিয়ে যাওয়ার সময় পানীয়তে প্লাস্টিকের অতিসূক্ষ্ম কণা মিশে যায়। এটি শরীরে গিয়ে বিভিন্ন ধরনের ক্ষতি ডেকে আনে। কারণ শরীরের জন্য প্লাস্টিক খুবই ক্ষতিকর।

২. আমাদের মুখের ভেতরে অসংখ্য জীবাণু থাকে। যখন আমরা পানি বা অন্য কোনো পানীয় পান করি তখন দাঁত এবং মুখের ফাঁকে জমে থাকা জীবাণু কিছুটা ধুয়ে যায়। ফলে কমে যায় মুখের ভেতরে নানা ধরনের সংক্রমণের ভয়। কিন্তু আপনি যদি স্ট্র ব্যবহার করে পানীয় পান করেন, তখন জীবাণু দূর হয় না। যে কারণে মুখে, পেটে, দাঁতে নানা ধরনের সংক্রমণের ভয় থেকে যায়।

৩. স্ট্র দিয়ে পানীয় পান করলে দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকে। কেননা পানীয়তে থাকা চিনি সরাসরি দাঁতের বিশেষ অংশে লেগে যায়। যার ফলে দাঁতের এনামেল নষ্ট হয় এবং ক্ষতি হয়। এছাড়াও শরীরে অতিরিক্ত শর্করা জমে নানা রকম সমস্যা দেখা দিতে পারে।

৪. স্ট্রর সাহায্যে কিছু পান করলে ওই পানীয়র পাশাপাশি বাতাসও শরীরে প্রবেশ করে। একে বলে এয়ারোফেজিয়া। এর ফলে হজমে সমস্যা হয়। গ্যাসের সমস্যাও দেখা দিতে পারে।

৫. নিয়মিত স্ট্র দিয়ে জুস খেলে মুখের চারপাশে বলিরেখা দেখা দেয়। যা দেখতে অনেকটাই ধূমপানকারীদের মতো। ঠোঁটে নিয়মিত চাপ পড়ায় কোলাজেন উৎপাদন কমে যায় এবং স্থায়ী ভাঁজের সৃষ্টি হয়।

৬. পুষ্টিবিদরা বলছেন, বেশি স্ট্র ব্যবহার করলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস্টিকের স্ট্রয়ের মধ্যে পেট্রোলিয়াম-জাত উপাদান থাকে। এই উপাদান শরীরে মেদের সঞ্চয় ঘটায়। ফলে ওজন বাড়ার আশঙ্কা থাকে।

৭. স্ট্র দিয়ে পানীয় গ্রহণের সময় মুখের পেশিতে চাপ পড়ে। নিয়মিত স্ট্র ব্যবহার করার অভ্যাস ত্বকেও ছাপ ফেলে।

সূত্র: জুমবাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *