সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কোষা নৌকাবাইচ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কোষা নৌকাবাইচ অনুষ্ঠিত

দেশজুড়ে

অক্টোবর ১, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ

জাহিদুল হক আজিম, বেলকুচি (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ জেলায় বেলকুচি উপজেলা যমুনা নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতায় দু’পাড়ের হাজারো দর্শকের করতালিতে উৎসব মুখর পরিবেশ। প্রচন্ড রোদ উপেক্ষা করে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন যমুনা নদীর তীরে নারী পুরুষ, বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালী গান আর পানিতে বৈঠার ছলাত ছলাত শব্দে পুরো এলাকা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে, গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে বেলকুচি পৌরসভার সার্বিক সহযোগিতায় ক্ষিদ্রমাটিয়া মুকুন্দগাতী গ্রামবাসীর উদ্যোগে শনিবার (১ অক্টোবর) ফাইনাল নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, বেলকুচির পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কোষা নৌকাবাইচ অনুষ্ঠিত

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইকবাল রানা, পৌর কাউন্সিলর ফজলুর রহমান ফজল, সহ আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, বিভিন্ন জেলা থেকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া নৌকা নিয়ে নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে প্রথম স্থান অর্জন করেন, সোনার তরী, দ্বিতীয় স্থানে তালিকায় নাম উঠান হীরার তরী, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নৌকাকে ১২৫ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় অধিকারী নৌকাকে ১০০ সিসি মোটরসাইকেল পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারী প্রত্যেক দলকে সান্তনামূলক পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *