সর্বোচ্চ উইকেট শিকারি মিরাজ

খেলা

জুলাই ১৮, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই স্পিনার ৩ ইনিংসে ৭ উইকেট নিয়েছেন।

প্রথম ওয়ানডেতে ৩ ও পরের ম্যাচে ৪ উইকেট নেন মিরাজ। তবে শেষ ওয়ানডেতে উইকেট শূন্য ছিলেন তিনি। সিরিজে ২৫ ওভার বল করে ১২৬ রান দেন এই অফস্পিনার।

দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি। ৩ ইনিংসে ৬ উইকেট নেন তিনি। শেষ ওয়ানডেতে ২৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন মোতি।

সিরিজের তৃতীয় সর্বোচ্চ ৫টি করে উইকেট নেন তাইজুল ইসলাম-শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

সিরিজের শেষ ম্যাচে প্রথমবারের মত খেলার সুযোগ পেয়ে ২৮ রানে ৫ উইকেট নেন তাইজুল। পুরো সিরিজে পাঁচ উইকেট শিকারি একমাত্র বোলার এই বাঁহাতি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে শীর্ষ পাঁচ বোলার:

বোলার – ম্যাচ – ইনিংস – ওভার – রান – উইকেট

মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) – ৩ – ৩ – ২৫.০ – ১২৬ – ৭

গুদাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ) – ৩ – ৩ – ২৬.৪ – ৮০ – ৬

তাইজুল ইসলাম (বাংলাদেশ) – ১ – ১ – ১০.০ – ২৮ – ৫

শরিফুল ইসলাম (বাংলাদেশ) – ২ – ২ – ১১.০ – ৪৩ – ৫

নাসুম আহমেদ (বাংলাদেশ) – ৩ – ৩ – ২৭.৪ – ৭৪ – ৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *