‘সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নে কাজ করতে হবে’

‘সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নে কাজ করতে হবে’

জাতীয়

নভেম্বর ১৬, ২০২২ ৮:২৮ পূর্বাহ্ণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।  এই উন্নয়নে কাজ সবাইকে সঙ্গে নিয়ে করতে হবে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াত বিএনপি দেশকে কারাগারে পরিণত করেছিল। বিএনপি-জামায়াত জোট সরকারের কাছে সার চেয়ে ১৯ জন কৃষক প্রাণ হারিয়েছেন। মেহেরপুর জেলার মানুষও সেদিন দিনের বেলায় মাঠে কাজ করে রাত জেগে পাড়ায় পাড়ায় পাহারা বসিয়ে নিজেদের রক্ষা করছেন।

সারাদেশে একযোগে আদালতে বোমা হামলা, যশোরে উদীচীর অনুষ্ঠানে সিনেমা হলে, রমনা পার্কের বৈশাখীর অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছিল। আওয়ামীলীগের সমাবেশে বোমা হামলা চালিয়ে তারা বলেছিল- শেখ হাসিনা ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসে নিজেই বিস্ফোরণ ঘটিয়েছে। ঢাকায় সমাবেশ ডেকে মতিউর রহমান নিজামী আর মুজাহিদের ব্যঙ্গাত্মক হাসি হেঁসে বলেছিল আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে বোমার বিস্ফোরণ ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *