যেসব অদ্ভূত প্রশ্নের ৯০ শতাংশ উত্তরই ভুল!

মজার খবর স্পেশাল

জুন ৩০, ২০২২ ৯:২৫ পূর্বাহ্ণ

দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক শব্দই ব্যবহার করি যার সঠিক বাংলা শব্দ আমরা জানি না। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো চোখের সামনে দেখি ঠিকই তবে সে বিষয়ে সঠিক তথ্য জানার অভাব রয়েছে।

ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলায় এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নিই ওই প্রতিবেদনে প্রকাশ করা সেসব বিশ্বের অবাক করা অজানা তথ্যগুলো।

খুব কমসংখ্যক মানুষই এসব বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর দিতে পারে। এর শতকরা হিসাব মাত্র ১০ ভাগ। বাকি ৯০ ভাগ শতাংশ মানুষই এসব প্রশ্নের সমাধান খুঁজে পেতে হিমশিম খেয়েছেন।

১. মানুষের চোখের ওজন কত গ্রাম?
উত্তর- মানুষের চোখের ওজন মাত্র ৮ গ্রাম।

২. বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর?
উত্তর- সুইজারল্যান্ড।

৩. কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উত্তর- নরওয়ে।

৪. আইনজীবীরা কেন শুধু কালো কোট পরেন?
উত্তর- কালো কোটে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায়।

৫. একজন মানুষ আট দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে?
উত্তর- কারণ, সে দিনে নয় রাতে ঘুমায়।

৬. চেয়ারের বাংলা কি?
উত্তর- কেদারা।

৭. সিগারেটের বাংলা কি?
উত্তর- ধূমপান দণ্ড।

৮. অক্টোপাসের দেহে কয়টি হৃৎপিণ্ড আছে?
উত্তর- অক্টোপাসের দেহে তিনটি হৃৎপিণ্ড আছে।

৯. প্রজাপতির চোখের সংখ্যা কত?
উত্তর- প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।

১০. মানুষের ক্ষেত্রে প্রতি মাসে একবার দেহের চামড়া পরিবর্তিত হয় কীভাবে?
উত্তর- একজন মানুষের জীবনে ৪০ পাউন্ড চামড়া ঝরে যায়। এই হিসেবে প্রতি মাসে একজন মানুষের একবার দেহের চামড়া পরিবর্তিত হয়।

১১. কীভাবে পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা যাবে?
উত্তর- মানুষের দেহ গঠন করা পরমাণুতে থাকা খালি জায়গা যদি অপসারণ করা যায়, তাহলে পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা যাবে।

১২. চোখ খোলা রেখে ব্যাঙ কী করতে পারে না?
উত্তর- চোখ খোলা রেখে ব্যাঙ কোনো কিছু গিলতে পারে না।

১৩. গরুর এক অদ্ভূত সমস্যা কি?
উত্তর- গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।

১৪. ফড়িংয়ের কান কোথায়?
উত্তর- ফড়িংয়ের কান হাঁটুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *