মার্চে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল, থাকবে ১২ দিন

মার্চে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল, থাকবে ১২ দিন

খেলা স্লাইড

জানুয়ারি ২, ২০২৩ ৯:১৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির গত আসরে অংশ নিতে গত বছরের মার্চ মাসে আর্জেন্টিনা দলের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু মৌখিক সম্মতি দিয়েও শেষ পর্যন্ত স্পন্সর সংকটে পড়ে বাংলাদেশে আসতে পারেনি আকাশি নীল শিবির।

তবে এবার ঠিকই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ঢাকায় আসছে ম্যারাডোনা-মেসিদের দেশের জাতীয় কাবাডি দল।

আগামী ১১ থেকে ২২ মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। যেখানে টুর্নামেন্ট জাঁকজমকভাবে আয়োজন করতে আর্জেন্টিনাসহ দলের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ডেইলি বাংলাদেশকে আর্জেন্টিনা দলের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন। যেখানে বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নেবে বলেও জানিয়েছেন কাবাডি ফেডারেশনের এই কর্মকর্তা।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হল- বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, কেনিয়া ও পোল্যান্ড। আগের দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *