বাংলাসহ ১৩ ভাষার কর্মী নিয়োগ দিয়েছে সৌদি

আন্তর্জাতিক

জুন ২১, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ

পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে গত ১৫ দিনে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ২৪ হাজার মুসল্লি। এ বছর হজযাত্রীদের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ। হাজিদের যোগাযোগ সহজ করতে বাংলাসহ ১৩ ভাষার কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১০ লাখ মুসল্লিকে অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে সৌদি আরবে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। তাদের সুবিধার্থে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর ও মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বহুভাষী কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

সৌদি আরবের পাসপোর্ট অফিস জানিয়েছে, ১৩টি ভাষায় কথা বলতে পারেন এমন মাঠকর্মীরা যোগ দিয়েছেন। এসব ভাষার মধ্যে, বাংলার পাশাপাশি ইংরেজি, স্প্যানিশ, উর্দু, পর্তুগিজ ও ইন্দোনেশীয় ভাষা রয়েছে।

এদিকে পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ১৫ দিনে সৌদি আরব পৌঁছেছেন ২৩ হাজার ৯৬৪ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২০ হাজার ৫৭৯ জন। এখন পর্যন্ত চারজন হাজি মারা গেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন।

মহামারি করোনার দুবছর পর এবার বিদেশিরা সৌদি আরবে পবিত্র হজে অংশ নিতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *