প্রনোদনার আওতায় ৫ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রনোদনার আওতায় ৫ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

দেশজুড়ে

নভেম্বর ১৩, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী (শেরপুর)

রবি/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকের মাঝে রোববার (১৩ নভেম্বর) দিনব্যাপি শেরপুরের নালিতাবাড়ীতে গম, সরিষা, ভুট্টা, পিয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে প্রতিজন কৃষককে প্রতি এক কেজি বীজে এমওপি সার ১০ কেজি ও ইউরিয়া সার ১০ কেজি হারে বিতরন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা হিমেল রিসিল, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকতার্ আনোয়ার হোসেনসহ আরো অনেকেই।

উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর কবির বলেন, সরিষার উৎপাদন বৃদ্ধি, আমদানী ব্যয় কমানোর লক্ষ্যে আমান ও বোরো আবাদের পর যে সময়টুকু থাকে এই আবাদকৃত ফসলে যে ফলন আসবে সেখানে এই অতিরিক্ত ফসল হিসাবে কৃষকদের ঘরে আসবে। এই সরিষা আবাদ করলে পরবর্তীতে তিনের এক ভাগ ইউরিয়া সার কম লাগে। একই সাথে ভোজ্য তেল সয়াবিনের পরিবর্তে এই সরিষা অন্তর্ভুক্ত করা অন্যতম লক্ষ্য। এতে করে ১৭ হাজার কোটি টাকা আমদানী ব্যয় কমবে এবং কৃষকের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *