নিজের ‘ডেথ সার্টিফিকেট’ হারিয়ে বিজ্ঞাপন দিলেন এই ব্যক্তি

মজার খবর স্পেশাল

সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:০৯ পূর্বাহ্ণ

ডেথ সার্টিফিকেট সাধারণত কারো মৃত্যুর পরই দেওয়া হয়। মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের কাজে লাগে সেই মৃত্যু সদনপত্র। কিন্তু কেউ যদি নিজের ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলে পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তাহলে তা আজব বিষয় বৈকি।

সম্প্রতি কেমনই এক বিজ্ঞাপন ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, খবরের কাগজে ছাপা হওয়া বিজ্ঞাপনে রণজিৎকুমার চক্রবর্তী নামে এক ব্যক্তি লিখেছেন, ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় আমি লুমডিং বাজারে আমার ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি।

ভারতের আইপিএস অফিসার রুপিন শর্মা ওই বিজ্ঞাপনের ছবি শেয়ার করে লিখেছেন, একমাত্র ভারতেই এমনটা ঘটতে পারে।

এদিকে, রুপিন শর্মার ওই পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।

একজন জানতে চেয়েছেন, ওই সার্টিফিকেটটা পেলে সেটা স্বর্গে পাঠাব নাকি নরকে?

আরেকজন লিখেছেন, কেউ এটা পেলে সার্টিফিকেটের মালিককে সেটা ফেরত পাঠিয়ে দেবেন জলদি। না হলে ওই ভূতটি অনেক রেগে যাবেন।

অন্য এক নেটিজেনের বিস্ময় প্রকাশ করে বলেছেন, এই প্রথম দেখলাম, কেউ নিজের ডেথ সার্টিফিকেটও হারিয়ে ফেলতে পারে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *