ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি: মুন্সীগঞ্জে সাংবাদিক সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি: মুন্সীগঞ্জে সাংবাদিক সমাবেশ

দেশজুড়ে

জুলাই ২৪, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

হান্নান সরকার।।

দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার, বন্ধ সংবাদমাধ্যম খুলে দেয়া ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংবাদিক সমাবেশ করা হয়ছে।২২ জুলাই, শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ স্টেডিয়ামে অস্থায়ী কার্যালয়ে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সার্বিক সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করাও আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন, সহ-সভাপতি ওবায়দুল রহমান শাহীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব মো: আহম্মেদ মতিউর রহমান।

সাংবাদিক ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলা সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মো: রুবেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের প্রচার সম্পাদক মাহমুদ হাসান, দৈনিক টারমিগানের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, কার্যকারী সদস্য মাহবুবুর রহমান ও আব্দুল সালাম।

আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসান কবির, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মো: ফরহাদ মিয়া, ধর্ম-বিষয়ক সম্পাদক মমিন বিশ্বাস, সাংবাদিক আনিছুর রহমান রলিন, লিটন মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *