টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: এফবিআই পরিচালক

টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: এফবিআই পরিচালক

আন্তর্জাতিক

ডিসেম্বর ৪, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চীনের টিকটক অ্যাপ হুমকি বলে জানিয়েছেন দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস রে।

শুক্রবার ইউনির্ভাসিটি অব মেশিগানের একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রে উদ্বেগ প্রকাশ করে বলেন, টিকটকের ‘ঐতিহ্যগত গুপ্তচরবৃত্তি অপারেশন’র ব্যবহারকারীদের মাধ্যমে বেইজিং প্রশাসন তথ্য সংগ্রহ করতে পারে।

তিনি আরো বলেন, আমরা টিকটক অ্যাপ নিয়ে জাতীয় নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন। এটির মূল কোম্পানি চীন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। অ্যাপটি বেইজিং প্রশাসনকে বিশেষ সুবিধা দিতে পারে যা আমরা ভাবছি।

রে বলেন, এর অর্থ এই যে, যদি তারা চায় তবে কনটেন্টকে কাজে লাগাতে পরামর্শের অ্যালগরিদমকে নিয়ন্ত্রণের ক্ষমতা পাচ্ছে চীনারা।

তিনি আরো বলেন, এসব বিষয় আমাদের হাতে রয়েছে যা মূল্যবোধ প্রচার করছে না। তাদের লক্ষ্য খুবই বাজে। এসব বিষয় আমাদের জন্য উদ্বেগের।

গত মাসে এফবিআই উদ্বেগ প্রকাশ করেছিল যে, বেইজিং প্রশাসন টিকটক ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে যা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হবে। তবে টিকটক বলছে, তারা চীনের জন্য যুক্তরাষ্ট্রের কোনো তথ্য সংগ্রহ করে না।

সূত্র- আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *