ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে

সেপ্টেম্বর ২৮, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে ৪নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর। গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম পলাশ,তথ্য সংগ্রহকারীদের সুপারভাইজার মো. মোনায়েম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য মো. কামরুজ্জামান শিপন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাচন কর্মকর্তার দেওয়া তথ্য মতে জানা গেছে এবার গৌরীপুর ইউনিয়নে সম্ভাব্য ১০.৩ % হিসেবে নতুন ভোটারের সংখ্যা ১৫’শ জন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত গৌরীপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ চলবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *