চুরি করা সেই বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ৪, ২০২২ ৬:৩৩ পূর্বাহ্ণ

লোকালয়ে বিধ্বস্ত করা হুমকি দেওয়া সেই চুরি করা বিমানটি নিয়ে জরুরি অবতরণ করেছেন পাইলট। পাইলটকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। পুলিশ পাইলটের সঙ্গে কথা বলেছেন। তবে পাইলটের পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্রের মিসিসিপির প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে টুপেলোর ওয়েস্ট মেইনে এই ঘটনা ঘটে বলে সেখানকার পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই বিমানের পাইলট ঘণ্টাখানেক শহরের ওপর দিয়ে চক্কর দেয়। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে শহরের ওয়ালমার্টের ওপর বিমান বিধ্বস্ত করার হুমকি দেন।

পুলিশ পাইলটের সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

শহরটির বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়।  সতর্কাবস্থায় রাখা হয় নিরাপত্তাবাহিনীকে।

ওই পাইলট টুপেলোর বিমানবন্দর থেকে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট নয় আসনের ছোট বিমান নিয়ে এই হুমকি দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *