গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম

গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম

আন্তর্জাতিক

জানুয়ারি ৩, ২০২৩ ৮:৩৭ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির নেতা কিম জং উন।

সোমবার (২ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ -এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান পাক জং চোনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন রি ইয়ং গিল।

জানা গেছে, পাক জং চোন নামের ওই কর্মকর্তা কিম জং উনের পর দেশটির দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিলেন। গত সপ্তাহে কমিটির বার্ষিক সভায় এই দায়িত্ব পেয়েছিলেন তিনি।

আনুষ্ঠানিকভাবে পাক জং চোন নামের ওই কর্মকর্তাকে বরখাস্তের কোনও কারণ জানানো হয়নি।

তবে বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় পাককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

২০১৫ সালেও একজন এক তারকা আর্টিলারি কমান্ডার ছিলেন পাক জং চোন। তবে ২০২০ সালের মধ্যেই তিনি একজন চার তারকা জেনারেল হিসেবে অভিষিক্ত হন। বিশেষ করে উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতিতে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *