খেরসন থেকে ক্রিমিয়ায় যাচ্ছে রুশ সেনারা

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১৫, ২০২২ ৭:৪৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা দেখতে পেয়েছে দক্ষিণ দিকের খেরসন থেকে ক্রিমিয়ার দিকে যাচ্ছে রুশ সেনারা।

ইউক্রেনের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক দাবি করেছেন, ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের কারণেই খেরসনের দিকে চলে যাচ্ছে রুশ সেনারা।

এ ব্যাপারে মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক বলেছেন, এটি আমাদের দায়িত্বপ্রাপ্ত অঞ্চল না। কিন্তু এটি আমাদের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের কাছে। এ কারণে আমরা দেখছি। আমরা দেখছি এবং বুঝতে পারছি দখলদাররা ক্রিমিয়ার দিকে পালিয়ে যাচ্ছে এবং সেখানে জড়ো হচ্ছে। এটি আমাদের জন্য সহজ হবে: সেনা সরঞ্জার জড়ো করা (হামলার) বড় লক্ষ্য।

তাছাড়া মেলিতোপোলের মেয়র ইভান ফেদেরোভ মঙ্গলবার প্রায় একই দাবি করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রুশ সেনারা খেরসন থেকে ক্রিমিয়ার দিকে চলে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, ইউক্রেনের কৃষকদের শস্য চুরি করে নিয়ে যাচ্ছে রুশ সেনারা। এজন্য তারা সাধারণ মানুষদের গাড়ি জোর করে নিয়ে নিচ্ছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *