কেবল হজযাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন

ধর্ম স্লাইড

জুন ২৫, ২০২২ ৮:২১ পূর্বাহ্ণ

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে কেবল হজযাত্রীরাই ওমরাহ পালন করতে পারবেন। শুক্রবার (২৪ জুন) এক টুইটবার্তায় এমন তথ্য দেওয়া হয়েছে।

ইয়াতামারনা অ্যাপের মাধ্যমে ওমরাহের জন্য নিবন্ধন করা যাবে। অর্থাৎ আগামী ১৯ জুলাই পর্যন্ত ওমরাহে ইচ্ছুক হজযাত্রীরা এই অ্যাপে গিয়ে আবেদন করতে পারবেন।

চলতি হজ মৌসুমকে সামনে রেখে এখন পর্যন্ত এক লাখ ৭২ হাজার ৫৬২ মুসল্লি সৌদিতে পা রেখেছেন।

২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে ২৫ লাখ মুসলমান অংশ নিয়েছিলেন। এরপর ২০২০ সালে করোনা মহামারি সংক্রমণ শুরু হয়। তখন কেবল ১ হাজার মুসল্লিকে হজে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। পরের বছর করোনার পরিপূর্ণ টিকা দেয়া ৬০ হাজার মুসল্লি ইবাদতটি পালন করেন।

সৌদির বাইরে হজ পালনের অনুমোদন না দেওয়ায় মুসলমানরা অসন্তোষ প্রকাশ করেন। যদিও হজের আয়োজন করা সৌদি সরকারের জন্যও সম্মানের বিষয়। ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত।

শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমান নর-নারীকে জীবনে একবার হজ পালন করতে হবে। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান করতে হয়।

আল্লাহর কাছে মুসলমানদের আনুগত্য প্রদর্শনের নাম হজ। যারা হজে যাবেন, ইবাদতটি সঠিকভাবে পালনে তাদের প্রশিক্ষণ নিতে হবে। কোরআন কারিমের সুরা হজ শুদ্ধ করে শিখবেন এবং সুরা হজের বাংলা অনুবাদ ও তাফসির পড়বেন। হজসংক্রান্ত হাদিস, ফিকহ ও বিভিন্ন বই-কিতাব পড়লে আরও ভালো হয়। হজের ফাজায়েল ও মাসআলা মাসায়েল ভালোভাবে জানলে সঠিকভাবে হজ পালন করা সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *