কিংবদন্তি অঁরির জার্সিতে এনকেটিয়া

খেলা স্লাইড

জুন ২০, ২০২২ ৮:২৮ পূর্বাহ্ণ

অবামিয়াং-ল্যাকাজেটের ক্লাব ছাড়ার পর সামনের মৌসুমের জন্য স্ট্রাইকার সংকটে পড়তে যাচ্ছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। এরই মধ্যে তাদের একাডেমি থেকে উঠে আসা তরুণ ফরোয়ার্ড এনকেটিয়ার চুক্তিও শেষ হয়ে গিয়েছিল। তবে জার্সি বদলে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তি করিয়েছে আর্সেনাল।

মাত্র ১৪ বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন এনকেটিয়া। ২০১৭ সালে সিনিয়র দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ৯২টি। গোল করেছেন ২৩টি।

আর্সেনালের ওয়েবসাইটে শনিবার (১৮ জুন) এক বিবৃতিতে এনকেটিয়ার চুক্তি নবায়নের কথা জানিয়ে দেয়। এনকেটিয়া বিশেষভাবে নজর কাড়েন গত মৌসুমে। জানুয়ারির দলবদলে অবামিয়াং বার্সেলোনায় যোগ দেয়ার পর আর্সেনালের আক্রমণে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন ২৩ বছর বয়সী এনকেটিয়া। প্রিমিয়ার লিগে নিজের সবশেষ ৮ ম্যাচে পাঁচ গোল করেন তিনি।

দারুণ ওই পারফরম্যান্সের সুবাদে লন্ডনের ক্লাবটির ১৪ নম্বর জার্সি পেলেন এনকেটিয়া। তার আগে এ নম্বরের জার্সি পরে খেলেছেন ক্লাবটির কিংবদন্তি ও সাবেক ফ্রান্স ফরোয়ার্ড থিয়েরি অঁরি। এ ছাড়াও এটি পরেছিলেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট।

আর্সেনালের আরেক নির্ভরযোগ্য স্ট্রাইকার ল্যাকাজেট এ মৌসুমে স্বদেশি ক্লাব লিওতে চুক্তি করায় দলের ফরোয়ার্ডের মূল ভূমিকায় দেখা যেতে পারে এনকেটিয়াকে। যদিও এরই মধ্যে বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে কথা চলছে আর্সেনালের। তবে তা নিশ্চিত হওয়ার আগে এনকেটিয়ার চুক্তি নবায়ন দলের চিন্তা কিছুটা কমিয়েছে।

কিছুদিন আগেই পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ২২ বছর বয়সী ফ্যাবিও ভিয়েরাকে দলে ভিড়িয়েছেন আর্সেনাল, যা ছিল চলতি মৌসুমে তাদের দ্বিতীয় সাইনিং।

২০২১-২২ মৌসুমে লিগে পাঁচ নম্বরে থেকে শেষ করেছিল আর্সেনাল। আসছে মৌসুমে প্রথম দিনেই মাঠে নামবে তারা। আগামী ৫ অগাস্ট তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *