কখন মিষ্টি খাওয়া ভালো, খাওয়ার আগে নাকি পরে

স্বাস্থ্য

মে ৮, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ

মিষ্টি খেতে ভালোবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। তবে অধিকাংশ মানুষই স্বাস্থ্যসচেতন। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যাও নেহাত কম নয়। ইদানীং তাই মিষ্টি খাওয়াও কমিয়ে দিয়েছেন অনেকে।

তবু বাঙালির শেষপাতে মিষ্টি না হলে ঠিক জমে না। দুপুর হোক বা রাত— খাওয়ার শেষে মিষ্টি খেতে ভালোবাসেন অনেকেই। কিন্তু শেষপাতে মিষ্টি খাওয়াটা শরীর-স্বাস্থ্যের পক্ষে আদৌ ভালো কি?

বিয়েবাড়ি, রেস্তোরা বা বাড়িতে যদি প্রচুর পরিমাণে ঝাল-মসলা যুক্ত খাবার খাওয়া হয় তা হলে স্বাভাবিকভাবেই মিষ্টি খাওয়ার প্রবণতা তৈরি হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝাল বা তেল-মসলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বৃদ্ধি পায়। এ দিকে মিষ্টি বা ওই জাতীয় খাবার অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়।

ফলে পরিপাকক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হতে পারে না। তাই শেষপাতে মিষ্টি না খেয়ে খাওয়ার আগে মিষ্টি খাওয়া যেতে পারে। এতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ঝুঁকি কম থাকে।

এ ছাড়াও অতিরিক্ত ভাজাপোড়া খাওয়ার পর শরীরের রক্তচাপ অনেকাংশে কমে যায়। সেই সময় মিষ্টিজাতীয় খাবার রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।

খাওয়ার পরে মিষ্টি খাওয়ার অভ্যাসে শরীরে একধরনের অ্যাসিড নিঃসৃত হয়। এই অ্যাসিড বদহজম, বুক জ্বালার মতো সমস্যার জন্ম দেয়।

মিষ্টিজাতীয় খাওয়ার শেষে খেলে গ্যাস, পেট ফাঁপা, বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।

শরীরে ফ্যাটের পরিমাণ বাড়াতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে মিষ্টি বা ওই জাতীয় খাবার। তাই অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়া কখনো ভালো নয়। কারণ মিষ্টি বেশি পরিমাণে খাওয়ার ফলে শরীরে বাড়তি মেদ জমবে যা পরবর্তীতে অন্যান্য শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *