‘আমরা অবশ্যই আত্মবিশ্বাসী, তবে অতি আত্মবিশ্বাসী না’

খেলা

সেপ্টেম্বর ১৭, ২০২২ ৯:১১ পূর্বাহ্ণ

মাত্র এক বছর আগের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে এসেছে বিরাট পরিবর্তন। এই পরিবর্তনের মূল কারণ, ছাটাই হয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। বাদ পড়েছেন এক বছর আগেও দলের কিছু নিয়মিত মুখ।

এ অবস্থায় বর্তমান দলে যারা আছেন তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো কিছু এনে দেবেন বলে বিশ্বাস করেন জাতীয় দলের ব্যাটার ইয়াসির আলি রাব্বি।

গত বছর টি-২০ বিশ্বকাপের আগে নিজে থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবাল। এই মাসে অনুষ্ঠিত এশিয়া কাপ শেষে আন্তর্জাতিক টি-২০কে বিদায় বলেছেন মুশফিকুর রহিমও। এদিকে টি-২০ বিশ্বকাপের দলে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নেননি নির্বাচকরা।

এত পরিবর্তনের মাঝে দলে ঢুকেছে তরুণ কিছু মুখ। এ বিষয়ে রাব্বি বলেন, ‘আমরা অবশ্যই আত্মবিশ্বাসী, তবে অতি আত্মবিশ্বাসী না। কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী যে আমরা ওখানে ভালো করতে পারব। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারব।’

সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও চাপ হিসেবে মানতে নারাজ রাব্বি। তিনি বলেন, ‘অবশ্যই এটা চ্যালেঞ্জ। বড় ভাইরা একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেছে। এখন সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ওপর এখন অনেক বড় দায়িত্ব আছে। তাই চ্যালেঞ্জ এটা, তবে চাপ না।’

প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে নিজের অনুভূতিও জানান রাব্বি। তার ভাষায়, ‘প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ ফিটনেস এখন ভালো। সবকিছুই করতে পারছি। কোনো ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি না। দলে আবার ফিরতে পেরে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *