আজ যে চার দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

জাতীয় স্লাইড

জুলাই ১৭, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন চারটি দলের সঙ্গে সংলাপ হবে।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান।

অতিরিক্ত সচিব জানান, সংলাপের আমন্ত্রণ জানিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি দল থেকে ১০ জন সংলাপে নিতে পারবেন। প্রতিটি রাজনৈতিক দলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জন্য দুই ঘণ্টা ও বাকিদের জন্য এক ঘণ্টা বরাদ্দ রাখা হয়েছে।

অশোক কুমার দেবনাথ বলেন, আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগের (বি এম এল) সঙ্গে বৈঠক কররে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *