‘অপারেশন সুন্দরবন’-এর ট্রেলার প্রকাশ

বিনোদন

আগস্ট ১, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ

মৎস্য ও প্রাকৃতিক সম্পদের সমন্বয় সুন্দরবন। এসব সম্পদ আহরণ করতে যাওয়া লোকজনকে অপহরণ, লুণ্ঠন করতে গিয়ে ধীরে ধীরে এখানে অপরাধী বাহিনী গড়ে উঠে। এক সময় সুন্দরবন আতংকের নাম হয়ে দাঁড়ায়। সাধারণ জেলে বা পর্যটক যাওয়া অসাধ্য হয়ে যায়। এটি সুন্দরবনের ৪শ’ বছরের পুরনো সমস্যা।

প্রাচীন এ সমস্যা সমাধানে এখানকার জলদস্যু নিয়ন্ত্রণে রক্তের শেষবিন্দু বাজি রেখে কর্মতৎপরতা চালায় এলিট ফোর্স র‌্যাব। মুখোমুখি একাধিক যুদ্ধের পর জলদস্যু বাহিনীকে আত্মসমর্পণ করিয়ে এখন নিরাপদ জনপদে পরিণত করা হয়েছে সুন্দরবনকে। সেই সাফল্য গাঁথা ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা।

সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশে প্রথম ওয়াইল্ড লাইফ এ্যাকশান থ্রিলার মুভি ‘অপারেশন সুন্দরবন’ এর অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে।

চলচিত্রটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা থাকলেও ঈদে মুক্তি দেওয়া হয়নি। শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী বিচে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলারটি প্রকাশ করা হয়।

ট্রেলারটি উৎসর্গ করা হয় সুন্দরবনে জলদস্যু দমনে আত্মোৎসর্গকৃত র‌্যাব সদস্য পি.সি কাঞ্চন আলীসহ অন্যান্য অভিযান র‌্যাবের ৩০ জন অকুতোভয় বীর শহিদদের স্মরণে।

অনুষ্ঠানে জানানো হয়, র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ লিমিটেডের প্রযোজনায় রোমাঞ্চকর এই পূর্ণদৈর্ঘ্য ছবিটি পরিচালনা করেন দীপংকর দীপন। বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন নায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়া, রাইসুল আহমেদ আসাদ, রোশান, দর্শনাসহ অনেকেই।

অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন চলচিত্রটির অভিনয় শিল্পীরা। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ (মেজর সায়েম সাদাত), নুসরাত ফারিয়া (তানিয়া কবির, একজন বাঘ গবেষক), জিয়াউল রোশান (লেফটেনেন্ট কমান্ডার রিশান রায়হান), রিয়াজ (ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ান কমান্ডার), মনোজ প্রামাণিক (সাজু), সামিনা বাশার (পাখি), তাসকিন রহমানসহ (রকিব) অনেকে।

সিনেমার অভিনয় শিল্পী নুসরাত ফারিয়া বলেন, এটি অনবদ্য একটি স্বপ্নপূরণ। বাস্তবে ঘটে যাওয়া ব্যতিক্রমী ঘটনাকে জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। অপারেশন সুন্দরবন দর্শকদের নিরাশ করবে না।

নায়ক সিয়াম বলেন, রাষ্ট্রীয় একটি বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরা মানে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা। এনফোর্সমেন্টের নিত্য ঝুঁকির কর্মগুলো ফুটিয়ে তোলাও কষ্টসাধ্য। র‌্যাবের অজানা কর্মকাণ্ডগুলো সবার মাঝে তুলে ধরতে গিয়ে তিনমাস র‌্যাবের প্রশিক্ষণ কেন্দ্রে নিজেদের ঝালাই করেছি সব কলাকুশলী। সুন্দরবনের মতো ভয়ানক জায়গায় অবস্থান করতে হয়েছে দীর্ঘদিন। সবার ঐকান্তিক প্রচেষ্টার ফসল অপারেশন সুন্দরবন। দর্শকদের মাঝে এটি রোমাঞ্চকর উত্তেজনার অভিজ্ঞতা দেবে বলে আমাদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *