সাকিবের কথায় প্রেরণা পাচ্ছেন তাসকিন

খেলা

জুন ২৩, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের সময় ইনজুরিতে থাকা তাসকিন আহমেদের প্রশংসা করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট দলপতি বলেছিলেন, বাংলাদেশের পেসারদের মধ্যে অনেকেই হয়তো তাসকিনকে অনুসরণ করে। শেষ কয়েক বছরে ও অনেক ভালো করেছে। সাকিবের এমন কথায় প্রেরণা পাচ্ছেন স্পিডস্টার। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে খেলতে যাওয়ার জন্য তাই উচ্ছ্বসিত তিনি।

তাসকিনকে নিয়ে সাকিব আরও বলেছিলেন, এ পেসারকে বড় কৃতিত্ব দিতে হয়। ও সামনে এগোচ্ছে। এমন প্রশংসা পেয়ে বুধবার (২২ জুন) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘কোনো সংশয় নেই যে তিনি (সাকিব) একজন লিজেন্ড। তিনি যখন বলেছেন, ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আরও অনুপ্রাণিত করেছে আমাকে যে, আমি আরও ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে।’

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফিরেছিলেন তাসকিন। এরপর খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। শঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও খেলতে পারবেন না তিনি। কিন্তু তাসকিন সুস্থ হয়ে উঠেছেন। ওয়ানডে খেলার উদ্দেশ্যে ২৪ জুন তিনি দেশ ছাড়বেন। ইনজুরি সম্পর্কে তিনি বলেন, ‘কয়েক দিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম। এখন আল্লাহর রহমতে ঠিক আছি। গত দুদিন বোলিং করলাম। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এখন।’

তাসকিন আরও বলেন, ‘আল্লাহ যদি চান, পরশু যাব (ওয়েস্ট ইন্ডিজে) ইনশাআল্লাহ। ওভারঅল খুশি আছি এবং আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল এবং আজ একশ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং এফোর্টগুলো ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারাও স্যাটিসফাইড। আমিও স্যাটিসফাইড। সমস্যা হয়নি, এখন সামনে বাকিসব আল্লাহর ইচ্ছা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *