নাইক্ষ্যংছড়িতে ইয়াবা কারবারি সাইফুল মেম্বার ইয়াবা সহ গ্রেফতারের পর আত্মগোপনে গডফাদাররা

দেশজুড়ে

সেপ্টেম্বর ২৯, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম ও তার এক সঙ্গীসহ অবশেষে র‌্যাবের জালে আটকা পড়েছে। র‌্যাব জানিয়েছে তাদের কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সাইফুল মেম্বার আটকের পর থেকে সোনাইছড়ির মাদক কারবারী হ্লাথোয়াইচিংসহ তাদের সিন্ডিকেটের সদস্যরা গা ঢাকা দিয়েছে।

অভিযোগ রয়েছে সাইফুল মেম্বার ও হ্লাথোয়াইচিং মিলে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা পাচার করে আসছিল। এই দুই জনের সঙ্গে মিয়ানমার বিজিপি ও আরসার সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় সীমান্ত পরিস্থিতি খারাপ হওয়া স্বত্বেও বিনা বাধায় ইয়াবার চালান নিয়ে আসতো বাংলাদেশে।

প্রসঙ্গত সাইফুল মেম্বার ও হ্লাথোয়াইচিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারী বলে নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থা। মাদকসহ দুই কারবারীকে আটক করায় র‌্যাবকে সাধুবাদ জানিয়েছে নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ির সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *