৫০৫ দিন ভুগে মারা গেলেন করোনা রোগী

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ২৩, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ

ব্রিটেনে এক রোগী দীর্ঘ ৫০৫ দিন ভুগে শেষ পর্যন্ত করোনার কাছে হার মানলেন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত এত দীর্ঘ সময় ধরে সংক্রমিত থাকার নজির আর কোনো রোগীর নেই বলে জানা গেছে। খবর দ্য মেট্রোর।

ওই রোগীর নামসহ ব্যক্তিগত খুঁটিনাটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এমনকি তার বয়স বা টিকাদানের ইতিহাস নিয়েও সবাই অন্ধকারে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার রোগপ্রতিরোধ ক্ষমতা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ওই রোগীর সম্পর্কে যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ওই রোগী করোনাভাইরাসের-আলফা, গামা ও ওমিক্রনসহ ১০টি মিউটেশনের শিকার হয়েছিলেন। তার সংক্রমণের দীর্ঘ ইতিহাস এখন রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *