‘২০২৩ সালে আমরা আরো ভালোভাবে প্রস্তুত’

‘২০২৩ সালে আমরা আরো ভালোভাবে প্রস্তুত’

জাতীয় স্লাইড

জানুয়ারি ২, ২০২৩ ৮:১৫ পূর্বাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ২০২৩ সালে লক্ষ্য অর্জনে সরকার দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ মোকাবিলায় ভালোভাবে প্রস্তুত রয়েছে। যদি এটি আরো চ্যালেঞ্জিং বলে মনে হয় তবে আমরা আরো ভালোভাবে প্রস্তুত রয়েছি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ২০২২ সালকে নতুন বাজার খোলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জড়িত থাকার পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত সফল বছর হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো শুরু হয়নি, এটা ব্যর্থতা।

এক প্রশ্নের জবাবে শাহরিয়ার বলেন, সরকার অন্তত একটি প্রতিষ্ঠান হিসেবে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত রয়েছে।

তিনি বলেন, বেদনাদায়ক, এটি একটি ধীর প্রক্রিয়া। আমরা আমাদের প্রচেষ্টা জোরদার করবো। ভুল তথ্য ও অন্যান্য সমস্যা মোকাবিলায় একটি আইনের প্রয়োজন রয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের হয়রানির জন্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *