হজ প্যাকেজ চূড়ান্ত হবে আজ

হজ প্যাকেজ চূড়ান্ত হবে আজ

জাতীয় স্লাইড

ফেব্রুয়ারি ১, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

চলতি বছরের হজ প্যাকেজ চূড়ান্ত হবে আজ। এ উপলক্ষে সভা ডেকেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় হজের প্যাকেজ চূড়ান্ত করা হতে পারে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

ধর্ম মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ-২০২৩ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন। এরপর দুপুর দেড়টায় তিনি প্রেস ব্রিফিং করবেন।

জানা গেছে, সভায় ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজচুক্তি করেছে বাংলাদেশ। সে অনুযায়ী চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সিদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে। এ বছর হজের খরচ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, হজের মূল খরচ বিমান ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। গত বছর বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা ছিল। কিন্তু এবার বিমান বাংলাদেশ এয়ালাইনসের পক্ষ থেকে বিমান ভাড়া প্রস্তাব করা হয়েছে ২ লাখের ওপরে। এটি মেনে নেয়নি ধর্ম মন্ত্রণালয়।

এ ছাড়া সৌদি মুদ্রা রিয়ালের দামও বেড়ে গেছে। বাংলাদেশ অংশের খরচ সর্বনিম্ন রেখে হজ প্যাকেজ ৭ লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *