হজযাত্রী নিয়ে চট্টগ্রামে প্রথম ফ্লাইট নামবে বৃহস্পতিবার

দেশজুড়ে স্লাইড

জুলাই ১৩, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ

সৌদি আরব থেকে চট্টগ্রামে হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টির বেশি ফ্লাইটে মদিনা ও জেদ্দা থেকে হজযাত্রীরা চট্টগ্রামে এসে পৌঁছাবেন। পরবর্তীতে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে।

মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন পাঁচ হাজার ২শ’ জন। ফিরতি ফ্লাইটগুলো চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করবে। ১১টির বেশি ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রীদের নিয়ে আসবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ডেডিকেটেড ফ্লাইটগুলোর মধ্যে দুটি মদিনা ও বাকিগুলো জেদ্দা থেকে ছেড়ে আসার কথা রয়েছে।

উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, আমাদের সবার প্রচেষ্টায় হজযাত্রীরা সাবলীল ও কোনো ধরনের হয়রানি ছাড়াই যাত্রা করেছেন। ফিরতি ফ্লাইটগুলোতেও এর ব্যতিক্রম হবে না। চট্টগ্রামে হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার। যা চলবে ৬ আগস্ট পর্যন্ত। এ ২৫ দিনে ১১টির বেশি ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রীরা চট্টগ্রামে এসে পৌঁছাবেন। এরই মধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *