আরামবাগ মাঠে ১০ ডিসেম্বরের গণসমাবেশ করতে চায় বিএনপি

রাজনীতি

ডিসেম্বর ৬, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি পেলেও সেখানে গণসমাবেশ করতে আগ্রহী নয় বিএনপি। তারা আরামবাগ মাঠে ১০ ডিসেম্বরের গণসমাবেশ করতে আগ্রহী। পুলিশের কাছে আরামবাগ মাঠকে বিকল্প ভেন্যু প্রস্তাব করেছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, ওয়ারেন্ট আছে তাদের গ্রেফতার করা হচ্ছে। এ গ্রেফতার অভিযান চলবে।

ডিএমপি উপ-কমিশনার আরও জানান, পুলিশের পক্ষ থেকে বিকল্প ভেন্যুর কথা চিন্তা করা হয়নি। সোহরাওয়ার্দীতে বিএনপির গণসমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।বিএনপি কেন সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেছেন, বিএনপি সোহরাওয়ার্দীতে গণসমাবেশের বিষয়ে নিরাপত্তার দিক দিয়ে হুমকি মনে করছে। তাদের নিরাপত্তায় যতটুকু পুলিশী সহযোগিতা প্রয়োজন তা দেওয়া হবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *