সিরীয়দের ফেরাতে আড়াই লাখ ঘর নির্মাণ করে দেবে তুরস্ক

আন্তর্জাতিক

জুন ২০, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

সিরিয়ার উত্তরাঞ্চলে দুই লাখ ৪০ হাজার ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক।

সিরিয়ার তাল আবিয়াত এলাকা পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু। খবর আরব নিউজের।

সিরিয়ার উত্তরাঞ্চলের জারাবুলুস, আল-রাব, রাস আল-আইন ও আল আবিয়াদ শহরে এসব ঘর নির্মাণ করা হবে।

আন্তর্জাতিক ও মুসলিম দেশগুলোর সহায়তায় সিরিয়ার গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক।

তুরস্কসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া যেসব সিরীয় শরণার্থী দেশ ফিরতে চান, তাদের জন্য এসব ঘর নির্মাণ করে দেবে তুরস্ক।

এ বিষয়ে গত শনিবার স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়ায় সফররত তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।

এরই মধ্যে তুর্কি এনজিও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে ৬০ হাজার ঘর নির্মাণ করে দিয়েছে।

গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা করেছেন, তুরস্কে আশ্রয় নেওয়া ১০ লাখ সিরীয় শরণার্থীকে নিজ দেশে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে সিরিয়ায় তাদের আবাস গড়ে দেবে তুরস্ক।

সিরিয়ার এ অঞ্চলটিতে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণের জন্য তুরস্ক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *