সাকিব-মুশফিকও ওপেন করতে পারে: সুজন

খেলা

আগস্ট ১৬, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ

এরই মধ্যে এশিয়া কাপে চোটে জর্জরিত বাংলাদেশ ঝুঁকি না নিয়ে ১৭ সদস্যের দল ঘোষণা করে। দলে ব্যাটসম্যানের ছড়াছড়ি হলেও ব্যাটিং ওর্ডার নিয়ে মধুর সমস্যায় টিম ম্যানেজম্যান্ট। এমনকি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে দিয়ে ওপেন করানোর চিন্তায় আছে তারা।

সোমবার মিরপুরের বিসিবি ভবনে সংবাদমাধ্যমকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, প্রতিপক্ষের বোলিং শক্তি বিবেচনায় সাজানো হবে ওপেনিং পজিশন।

বর্তমান দলে এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন ইমন ছাড়া স্বীকৃত কোনো ওপেনার নেই। বিকল্প ভবনায় আছেন শেখ মেহেদী হাসান।

সুজন বলেন, ‘স্বীকৃত ওপেনার বিজয় ও পারভেজ ইমন। বাকি অনেকেই কিন্তু স্থানীয় ক্রিকেটে ওপেন করেছে। আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক সেই বোলিং অ্যাটাকে আমরা কাকে ওপেন করাবো সেটা নিয়ে ভাবছি। মুশফিক হতে পারে। ইউ নেভার নো, সাকিবও হতে পারে। মিরাজ হতে পারে, শেখ মেহেদীও ওপেন করেছে। অনেকগুলো অপশন আছে। কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করছি।’

সুজন আরো বলেন, ‘এই ফরম্যাটে আমি ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত না। নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের টি-২০ সিরিজে ছিল। ওকে আমরা মিডল অর্ডারে চিন্তা করেছিলাম। স্থানীয় ক্রিকেটে তিন-চারে খেলে। বিপিএলে কিছু ক্ষেত্রে ওপেন করেছে। হিটার বা মারতে পারে এমন খেলোয়াড় আমরা বিভিন্ন পজিশনে রোটেট করতে চাই।’

তবে এ বিষয়ে আগেই ভাবা উচিৎ ছিল, সেটি স্বীকার করে নেন সুজন।

তিনি বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপ এমন একটা জায়গা আমাদের হয়তো আরও আগেই পরিকল্পনা করা উচিত ছিল। কিন্তু সেটা আমরা করতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *