সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

খেলা

অক্টোবর ৩০, ২০২২ ৮:০৪ পূর্বাহ্ণ

রোহিত শর্মার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সবগুলো টি-২০ বিশ্বকাপে খেলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রতিটি বিশ্বকাপেই ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন তিনি। তাইতো এবার টাইগার অলরাউন্ডারকে প্রসংশায় ভাসালেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি।

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। সর্বোচ্চ ৪৪ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও করেছেন ৭০৬ রান, যা অষ্টম সর্বোচ্চ। প্রতিটি বিশ্বকাপে বাংলাদেশের তেমন কোন অর্জন না থাকলেও অর্জন আছে সাকিবের। আর সে কারণে সাকিবকে ম্যাচ উইনার ক্রিকেটার বলেছেন বিরাট কোহলি।

সম্প্রতি সাকিব আল হাসানের ২০০৭ থেকে ২০২২ প্রতিটি টি-২০ বিশ্বকাপের স্মৃতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে সাকিবের সম্পর্কে বাংলাদেশের ক্রিকেটার, কোচ শ্রীধরন শ্রীরাম ও ভারতের ক্রিকেটার বিরাট কোহলি সাকিব সম্পর্কে বলেছেন।

সেই ভিডিওতে বিরাট কোহলি বলেন, ‘সাকিব তার খেলার ভেতরে-বাইরে বুঝতে পারে, মাঠে ব্যাট বা বল হাতে। এখন সে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিচ্ছে। সে এমন একজন যে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, নিশ্চিতভাবে একজন ম্যাচ উইনার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *