সরানো হলো গার্ডার, ৫ লাশ উদ্ধার

দেশজুড়ে স্লাইড

আগস্ট ১৬, ২০২২ ৮:১১ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের উপর ফ্লাইওভারের গার্ডার পড়ার ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার রাত ৮টার দিকে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে বিকেলে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন।

তিনি জানান, ক্রেন দিয়ে গার্ডার সরানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে। প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে এ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, প্রাইভেটকারটিতে ৭ জন ছিলেন। তারা একই পরিবারের সদস্য। গার্ডার ছিটকে পড়ার পর দুজন বেরিয়ে যান, তারাও আহত হয়েছেন। বাকি পাঁচজন ঘটনাস্থলে গাড়ির মধ্যেই মারা গেছেন।

হতাহতদের পরিবার জানিয়েছে, হৃদয় ও রিয়া মনির বউ ভাতের অনুষ্ঠানে আনন্দময় সময় কাটিয়ে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন প্রাইভেটকারের যাত্রীরা। ফেরার পথেই ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। একে একে প্রাণ হারান পরিবারের চার সদস্য। নবদম্পতির অবস্থাও আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *