সন্তানের সাফল্যে গর্বিত সম্মাননা পেলেন ২৫ বাবা

বিনোদন

জুন ২১, ২০২২ ১০:১০ পূর্বাহ্ণ

দেশে প্রথমবারের মতো বাবাদের সম্মাননা জানাতে গর্বিত বাবা অ্যাওয়ার্ডের আয়োজন করেছে একটি সংগঠন। রোববার (১৯ জুন) রাজধানীর অভিজাত এক হোটেলে জমকালো আয়োজনে ২৫ জন বাবার হাতে তুলে দেওয়া হয়েছে এ পুরস্কারটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ব্যক্তিবর্গসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা।

চারপাশে আলোঝলমল সাজসজ্জা। টেবিলে কেক আর ফুলেল সজ্জা। উপস্থিত দেশ বরেণ্য ব্যক্তিবর্গ আর শোবিজ অঙ্গনের তারকারা। জমকালো এ আয়োজনের পেছনের উদ্দেশ্য বাবাদের সম্মাননা জানানো। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ব্যতিক্রমী এ আয়োজনটি করেছে গর্বিত বাবা ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

সংগীত শিল্পী কনার বাবাকে দিয়ে গর্বিত বাবা অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়। এরপর একে একে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সংগীতশিল্পী তাহসান, মাশরাফি বিন মর্তুজা, হাবিব ওয়াহিদ ও সিয়াম আহমেদসহ আরও ২৫ খ্যাতিমানের বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। উচ্ছ্বসিত তারকারা নিজেদের অভিব্যক্তির কথা জানিয়েছেন। কেবল একটি দিন নয়, বাবা প্রতি ভালোবাসা থাকুক সব সময়, এমটাই সবার প্রত্যাশা।

এ আয়োজনটি দেশে প্রথম বারের মতো হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সারাফাত।
বাবাদের হাতে এওয়ার্ড তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে গর্বিত বাবা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ কুমার আগারওয়ালা বলেন, আপনারা আমাদের সাথে থাকুন। সমর্থন দিন। এ সংগঠগনকে আমরা অনেক দূর নিয়ে যাব।

ড. চৌধুরী নাফিজ শারাফাতের বাবা শারাফাত হোসেন চৌধুরীকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া অন্যান্য অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- দিলীপ কুমার আগারওয়ালার বাবা অমিও কুমার আগারওয়ালা, সামাউন আহমেদ মৌসুমীর বাবা বশির আহমেদ, কাওসার আহমেদের বাবা আলী আকবর, সালাউদ্দিন চৌধুরীর বাবা আব্দুল আজিজ চৌধুরী, হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ, বিদ্যা সিনহা শাহা মিমের বাবা বিরেন্দ্র নাথ সাহা, বাপ্পি চৌধুরীর বাবা ননী গোপাল সাহা, ড. গোলাম মাহমুদর রায়হানের বাবা আতাউর রহমান, কিশোর কুমার দাসের বাবা হরিপদ দাস।

মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা, জয় ই মামুনের বাবা গাজী আবদুল লতিফ, তৌহিদ আফিদ্রীর বাবা নাসির উদ্দিন সাথী, অমিত কুমার পাল ও মৃনাল কুমার পালের বাবা উত্তম কুমার পাল, শরিফা চৌধুরীর এর বাবা আব্দুল গাফফার চৌধুরী, আবদুল্লাহ আল মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, ড. মোহাম্মদ আসাদুজ্জামানের বাবা আজিজুল হক, শাকিল আহমেদ ভাস্কর ও ইঞ্জি. শাহরির আহমেদের বাবা সিরাজউদ্দিন আহমেদ, দিলশাদ নাহার কনার বাবা দৌলত উল্লাহ, আবু সায়েমের বাবা আলমগীর হোসেন, রুকন উল হাসানের বাবা নজরউদ্দিন, পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামিমের বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি.মো. আবুল হাশেম মিয়া, তাহসান রহমান খানের বাবা সানাউর রহমান খান, সিয়াম আহমেদের বাবা এড. নাসির উদ্দিন আহমেদ, রেদওয়ান রনির বাবা জনাব রজব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *