সড়ক-নৌ-আকাশ-রেলপথে যুগান্তকারী পরিবর্তন এসেছে: রেলমন্ত্রী

জাতীয় স্লাইড

জুন ২৩, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ

বর্তমান সরকার সড়ক-নৌ-আকাশ ও রেলপথকে সমান গুরুত্ব দেয়ায় যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার (২২ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পদ্মা সেতু নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ বাজেটে বর্তমান অর্থনৈতিক অবস্থা মোকাবিলা করতে একটি কৌশল আমরা নতুন বাজেটে লক্ষ করেছি। বিগত সরকার রেলপথ ও পানিপথকে অবজ্ঞা করে সড়কপথকে বেছে নিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার সব পথকেই সমান গুরুত্ব দিয়েছে।

রেলমন্ত্রী আরও বলেন, দোহাজারী থেকে কক্সবাজার প্রকল্প জুন মাসে শেষ হবে। খুলনা থেকে মোংলা রেলপথ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। সবকিছু মিলিয়ে একটি শক্তিশালী রেল ব্যবস্থার পথেই রেল এগিয়ে যাবে। রেল ব্যবস্থা একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। নির্ভর‍যোগ্য রেল ব্যবস্থা অল্পদিনের মধ্যেই গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *