শেষ মুহূর্তের ঈদযাত্রায় স্বস্তি

দেশজুড়ে স্লাইড

মে ২, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ

ঈদ মানেই বাড়ি ফেরা। মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সারাদেশের মানুষ নিজ নিজ গ্রামের বাড়ি ফিরছেন। তবে এবার ছুটি একটু লম্বা হওয়ায় ঈদের একদিন হাতে রেখেই বেশিরভাগ মানুষ বাড়ি পৌঁছে গেছেন।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষ স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন। নেই যানজট ও যানবাহনের চাপ। যানবাহনের অপেক্ষায় ফেরি, দাবি বিআইডব্লিউটিসির।

সোমবার (২ মে) ভোর থেকেই ঘাট এলাকা ছিল অনেকটা স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিছুটা বাড়লেও কাউকে ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি। এতে স্বস্তি নিয়ে ঘাট পার হন যাত্রী ও যানবাহনের চালকরা।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ফাঁকা। ঘাটে নেই যাত্রীর চাপ। ফেরিগুলো অপেক্ষা করছে যানবাহনের জন্য।

বিআইডব্লিটিসির পাটুরিয়া ঘাটের টি এস গোলাম মোস্তফা জানান, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ পার হয় এ নৌরুট দিয়ে। ছোট-বড় ২১টি ফেরি ও ৩৩ লঞ্চ চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *