শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ

শিক্ষা স্লাইড

জুন ২৪, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ

দেশে হঠাৎ করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) রূপক রায়ের সই করা নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

আদেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫৪৩ দিন বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হয় স্বাস্থ্যবিধি মেনে।

তখন সংক্রমণ কমে এসেছিল, আর ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাও দেওয়া হয়েছিল।

এরপর দেশে সংক্রমণের গতি আরও কমে আসায় জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এলেও এখন আবার তা বাড়তে শুরু করেছে।

গত একদিনে ১ হাজার ৩১৯ জন নতুন কোভিড রোগী ধরা পড়েছে। গত ১৩ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে। অথচ এই হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *