রুশ সেনাদের হটিয়ে খেরসনের দুই শহর ইউক্রেনের সেনাদের দখলে

রুশ সেনাদের হটিয়ে খেরসনের দুই শহর ইউক্রেনের সেনাদের দখলে

আন্তর্জাতিক স্লাইড

অক্টোবর ৫, ২০২২ ৮:৩৪ পূর্বাহ্ণ

খেরসনের দাভিদিভ ব্রিড এবং ভেলইয়াকা ওলেক্সান্দ্রিভকা শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। এখন এগুলো ইউক্রেনের দখলে চলে এসেছে।

মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টুইটে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের মেরিন সেনারা আত্মবিশ্বাসের সঙ্গে কৃষ্ণ সাগরের দিকে এগিয়ে যাচ্ছে।

খেরসনের আঞ্চলিক কাউন্সিলের উপপ্রধান ইউরি সোভোলোভস্কি শহরগুলো পুনর্দখল করার বিষয়টি টেলিগ্রামে নিশ্চিত করেছেন।

ইউক্রেনের সেনারা এমন সময় রুশ সেনাদের এ দুটি শহর থেকে হটিয়ে দিল যখন রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা, বিশ্লেষক এবং ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, ইউক্রেনের সেনারা দিনিপ্রো নদীর পাশে, খেরসনের দিকে অভূতপূর্ব সাফল্য পাচ্ছে।

এদিকে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করেন। খেরসন হলো এ চারটি অঞ্চলের অন্যতম একটি।

রাশিয়া খেরসনকে নিজেদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করলেও ইউক্রেন জানিয়েছে, তারা এটি কখনো মানবেন না।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *