রাশিয়ার হামলায় বিদ্যুৎ-পানি সংকটে ইউক্রেন

রাশিয়ার হামলায় বিদ্যুৎ-পানি সংকটে ইউক্রেন

আন্তর্জাতিক স্লাইড

অক্টোবর ১৯, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে ইউক্রেনের অনেক শহর।

ইউক্রেনের প্রেসিডেন্ট সহায়তা কেন্দ্র থেকে বলা হয়েছে, ইউক্রেনজুড়েবেশ জটিল অবস্থা সৃষ্টি হয়েছে।

কর্মকর্মতারা বলছেন, দিনেপ্র নদীর কাছের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন থেকে ‍সৃষ্ট ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়া রাজধানী কিয়েভে হামলায় দুইজন নিহত হয়েছেন।

জাইটোমাইর ও পশ্চিম কিয়েভে বিদ্যুৎ ও পানির সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া দিনেপ্র এলাকায় বিদ্যুৎ ও পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের সহকারী প্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেন, যদি হামলা অব্যাহত থাকে তবে প্রথমে সবার বিদ্যুৎ সংরক্ষণ করা উচিত। আগামী শীতের জন্য সর্বস্তরের জনগণকে প্রস্তুত নেয়া প্রয়োজন।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সারাদেশ অন্ধকারে রয়েছে।

ইউক্রেনের জ্বালানি প্রতিষ্ঠান ডিটিডইকে জানায়, রাশিয়ার হামলায় দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় একজন কর্মী নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *