রাশিয়া গ্যাস বন্ধ করায় কয়লায় ঝুঁকছে জার্মানি

আন্তর্জাতিক স্লাইড

জুন ২০, ২০২২ ৮:৩৩ পূর্বাহ্ণ

রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় আবারও কয়লার দিকে ঝুঁকছে জার্মানি। দেশটির অর্থমন্ত্রী ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে কয়লা ব্যবহারের ঘোষণা দিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

ইউক্রেন অভিযানের জেরে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে পশ্চিম ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ফলে চরম বিপাকে পড়েছে জার্মানি। জার্মান কর্মকর্তাদের উদ্বেগ, সরবরাহ সংকটে গ্যাসের সম্ভাব্য ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।

এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানির উৎস খুঁজছে জার্মানরা। পাশাপাশি গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।

রোববার (১৯ জুন) জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমানো হবে। বিপরীতে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বেশি বেশি ব্যবহার করা হবে।

জলবায়ু পরিবর্তন রুখতে ও পরিবেশের কথা চিন্তা করে সম্প্রতি কয়লার ব্যবহার কমিয়ে আনার ঘোষণা দেয় জার্মানি। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে ধাপে ধাপে কয়লার ব্যবহার কমিয়ে আনার কাজও শুরু করেছিল।

সেই লক্ষ্যে জ্বালানি পণ্যটির আমদানি কমিয়েছে দেশটি। গত বছর দেশটি আন্তর্জাতিক বাজার থেকে মোট ৪ কোটি ২ লাখ টন হার্ড কোল আমদানি করে, যা আগের বছরের তুলনায় ১৪.৭ শতাংশ কম। কিন্তু নতুন ঘোষণার মধ্যদিয়ে সেই জায়গা থেকে কার্যত সরে আসছে দেশটির সরকার।

এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গ্যাস ঘাটতি পূরণে অতিরিক্ত ১৫ বিলিয়ন ইউরো ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে জার্মান কর্তৃপক্ষ। রোববার দেশটির অর্থ মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ খবর প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডিপিএ।

এ বরাদ্দ জার্মানির গ্যাস মার্কেট অপারেটর ট্রেডিং হাব ইউরোপকে (টিএইচই) রুশ গ্যাসের বিকল্প উৎস সন্ধানে সহায়তা করবে। যদিও ডিপিএর রিপোর্টে অতিরিক্ত বরাদ্দ কোথায় হতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেয়া যায়নি।

গত কয়েক সপ্তাহে জার্মানিতে গ্যাস সরবরাহ ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের দাবি প্রযুক্তিগত সমস্যার কারণে তারা গ্যাস সরবরাহ কমিয়ে দিতে বাধ্য হয়েছে।

গ্যাজপ্রম জানায়, নর্ডস্ট্রিম ১ পাইপলাইন দিয়ে দৈনিক গ্যাস সরবরাহ ১৬ কোটি ৭০ লাখ থেকে কমিয়ে ১০ কোটি কিউবিক মিটারে নামিয়ে আনবে তারা। পরদিন নতুন এক ঘোষণায় তারা জানায়, নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ আরও ৪ কোটি কিউবিক মিটার কমিয়ে আনা হবে।

সম্প্রতি রুশ গ্যাস সরবরাহ পাইপলাইন নর্ড স্ট্রিম-১ এর ক্ষমতা ৬০ শতাংশ কমিয়ে দেয় জার্মানি। চলতি অক্টোবরের মধ্যে রুশ গ্যাস সংগ্রহ ৮০ শতাংশ এবং নভেম্বরের মধ্যে ৯০ শতাংশ হ্রাসের পরিকল্পনা রয়েছে জার্মানির। তবে বিপুল পরিমাণ রুশ গ্যাসের বিকল্প সন্ধানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটি।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ৪০ ভাগ গ্যাস ও ২৭ ভাগ তেলের চাহিদা মেটায় রাশিয়া। ইউরোপজুড়ে এ জ্বালানি ঘর গরম রাখতে, বিদ্যুৎ উৎপাদনে এবং শিল্পে ব্যবহৃত হয়।

বিশ্লেষকরা বলছেন, এতটা নির্ভরশীলতা হুট করে কমানো সম্ভব নয়। তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইউরোপকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। অবশ্য এই নির্ভরশীলতা কাটাতে অন্তত আরও পাঁচ বছর প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *