রাশিয়ার বোমা হামলায় স্কুলে ৬০ জন নিহত : জেলেনস্কি

আন্তর্জাতিক স্লাইড

মে ৯, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বিলোহোরিভকা এলাকার একটি স্কুলে ৬০ জন নিহত হয়েছেন। এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

রোববার রাতে তার বার্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, রোববার এ বোমা হামলার পর লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছিলেন, বিলোহোরিভকা এলাকার ঐ স্কুলে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে রাশিয়ার বিমান থেকে বোমা হামলার পরপরই প্রায় ৬০ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে রোববার দেওয়া এক বার্তায় লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানান, হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে ৬০ জন আটকা পড়েছেন এবং সম্ভবত তাদের সবাই প্রাণ হারিয়েছেন।

লুহানস্ক অঞ্চলের গভর্নরের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আলজাজিরা তাৎক্ষণিকভাবে জানালেও প্রেসিডেন্ট জেলেনস্কি পরে ৬০ জন নিহতের কথা জানান।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। প্রায় আড়াই মাস ধরে চলা এ সামরিক অভিযানে রাশিয়ার হামলায় ইউক্রেনের সামরিক-বেসামরিক বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *