‘যুদ্ধে ইউক্রেন প্রতিদিন ২০০ জন পর্যন্ত সেনা হারাচ্ছে’

আন্তর্জাতিক স্লাইড

জুন ১০, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ

যুদ্ধের ময়দানে ইউক্রেন প্রতিদিন ১০০-২০০ সৈন্য হারাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর বিবিসির।

মিখাইলো পদোলিয়াক বলেন, দোনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড করতে ইউক্রেনের শত শত পশ্চিমা আর্টিলারি ব্যবস্থা প্রয়োজন। এ মুহূর্তে কিয়েভ মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাশিয়া দোনবাসের দখল নিতে মরিয়া। এ কারণে তারা ইউক্রেনীয় সেনাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করছে। অঞ্চলটিতে রুশ সেনারা সব ধরনের অপরমাণু অস্ত্র— ভারি আর্টিলারি, মাল্টিপল রকেটলঞ্চার সিস্টেমস এবং বিমান হামলা চালাচ্ছে।

পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এত বেশি সেনা নিহত হওয়ার কারণ, ইউক্রেন-রুশ সেনাদের মধ্যে সম্পূর্ণ বৈসাদৃশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *