যুদ্ধে ইউক্রেনই জয় পাবে

আন্তর্জাতিক স্লাইড

জুলাই ২৫, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানের নামে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ পাঁচ মাস।

আর যুদ্ধের পাঁচ মাস পূর্ণ হওয়ার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, তার আত্মবিশ্বাস আছে রাশিয়ার বিরুদ্ধ জয় পাবে ইউক্রেন। তাদের ভূমির পূর্ণ অখণ্ডতা বজায় থাকবে।

এ ব্যাপারে টেলিগ্রামে জেলেনস্কি বলেন, এ যুদ্ধ ইউক্রেনকে ভাঙতে পারেনি এবং ভাঙবেও না।

তিনি আরও বলেন, আমরা ছেড়ে দেব না। আমাদের যা আছে তা আমরা রক্ষা করব। আমরা জিতব!

তিনি আরও বলেছেন, যুদ্ধ চলা সত্ত্বেও ইউক্রেনে এখনো জনজীবন চলছে।

রাশিয়াকে হারাতে ও ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পুনর্দখল করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্যভুক্ত পশ্চিমা দেশগুলোর কাছে জেলেনস্কি পুনরায় আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউক্রেনকে ভারি ও দূরপাল্লার অস্ত্র দেওয়ার বিষয়টি অব্যহত রাখে।

জেলেনস্কি রোববার জানিয়েছেন, রুশ বাহিনীর হাতে দখলকৃত খেরসন পুনর্দখল করতে ধাপে ধাপে খেরসনের দিকে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *