যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের চুপ থাকতে বললেন সাবেক কর্মকর্তারা

আন্তর্জাতিক স্লাইড

মে ৮, ২০২২ ৯:৪৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের ইউক্রেনে তাদের চালানো কার্যক্রম নিয়ে চুপ থাকতে অনুরোধ করেছেন দেশটির সাবেক গোয়েন্দারা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে গত কয়েকদিন ধরে দুটি ঘটনা বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে।

প্রথমটি হলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সহায়তা নিয়ে রুশ জেনারেলদের হত্যা করা। দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সহায়তা নিয়ে রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কভা ডুবিয়ে দেওয়া।

নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দাদের বরাত দিয়ে এ দুটি খবর জানিয়েছে।

আর সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র এরকম সরাসরি রাশিয়ার ক্ষতি করার বিষয়টি স্বীকার করায় এতে রাশিয়া আরও ক্ষেপে যেতে পারে এবং তারা এর  বদলা নেওয়ার চেষ্টা চালাবে।

যুক্তরাষ্ট্রের সহায়তায় রুশ জেনারেল হত্যা ও জাহাজ ডুবির দুটি ঘটনাই রাশিয়া ও পুতিনের জন্য অপমানজনক।

পল পিলার নামে সিআইএ এর সাবেক একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, আমাদের ব্যক্তিগত মতামত হলো এটি অবিবেচনাপূর্ণ। আমি অবাক হয়েছি জাহাজ ডুবি এমনকি জেনারেল হত্যায় যেভাবে নিজেদের সম্পৃক্ততার কথা যুক্তরাষ্ট্র বলেছে।

তিনি আরও বলেন, রাশিয়াকে অপদস্ত করার বিষয়টি যেভাবে সরাসরি স্বীকার করা হচ্ছে, তা পুতিনকে এমনভাবে দ্বন্দ্ব বাড়াতে উস্কে দিতে পারে, যেটি পুতিন মনে করেননি দ্বন্দ্ব বাধানো প্রয়োজন আছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *