ম্যাচসেরার পুরস্কার নাসুমের হাতে

খেলা

জুলাই ১৪, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করেছেন আগেই। এবার ওয়ানডেতে সুযোগ মিলল। প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করলেন। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসে তো ম্যাচসেরার পুরস্কারই জিতে নিলেন নাসুম আহমেদ।

গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে চোধ ধাঁধানো বোলিং করেন নাসুম। শুরু থেকেই চেপে ধরেছিলেন ক্যারিবীয়দের। প্রথম ৩২ বলে ৩১টিই ছিল ডট। ওই ম্যাচে ৮ ওভারে ৩ মেইডেনসহ মোটে ১৬ রান খরচ করেন বাঁহাতি এ স্পিনার। কিন্তু আক্ষেপ তো ছিলই! এত ভালো বল করেও যে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে উইকেটের দেখা পাননি। অবশেষে দ্বিতীয় ম্যাচে এসে উইকেটের দেখা পেলেন। এবারো করলেন দুর্দান্ত বোলিং।

দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের ১০৮ রানে গুটিয়ে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন নাসুম। টপ অর্ডারের পাঁচ ব্যাটারের তিনজনকেই ফেরান নাসুম, দুজনকে আবার করেন বোল্ড।

সবমিলিয়ে ১০ ওভারে ৪ মেইডেনসহ মাত্র ১৯ রানে ৩টি উইকেট শিকার করেন নাসুম। স্বভাবতই ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে বাঁহাতি স্পিনারের হাতেই।

পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নাসুম বলেন, আলহামদুলিল্লাহ খুব এক্সাইটেড ছিলাম। প্রথম ওয়ানডেতে উইকেট পাইনি। এবার নেয়ার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, তা কাজে লাগানোর চেষ্টা করেছি।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১০৮/১০ (কেমো পল ২৫*, শাই হোপ ১৮, কাইল মায়ার্স ১৭; নাসুম আহমেদ ৩/১৯, মেহেদি মিরাজ ৪/২৯)

বাংলাদেশ: ২০.৪ ওভারে ১১২/১ (তামিম ইকবাল ৫০, নাজমুল হোসেন শান্ত ২০, লিটন দাস ৩২; গুদাকেশ মোতি ১/৩৯)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *