মেসি, রোনালদোর পর মদ্রিচকে কিংবদন্তির সংবর্ধনা দিল মার্কা

খেলা স্লাইড

মে ২০, ২০২২ ৯:১৪ পূর্বাহ্ণ

লুকা মদ্রিচকে কিংবদন্তি ক্রীড়াবিদের সম্মাননা দিল স্প্যানিশ দৈনিক মার্কা। এর আগে এ পুরস্কার পেয়েছেন মেসি, রোনালদো, পেলের মত তারকারা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা জয়ের আগাম বার্তা দিয়ে রাখলেন মদ্রিচ। পুরস্কার জিতে মদ্রিচ আরও জানান ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত রিয়ালেই থাকতে চান তিনি।

ক্যাসিনো দ্য মাদ্রিদে রাতের আলোয় আলোকিত পুরো মঞ্চ। ফুটবল বিশ্বের চোখ একজনের দিকে। তিনি রিয়াল মাদ্রিদের মাঝমাঠের নিউক্লিয়াস লুকা মদ্রিচ। ২০১২ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই মাদ্রিস্তাদের অবিচ্ছেদ্য অংশ এই মিডফিল্ডার। বয়স ৩৬। কিন্তু তারপরেও অদম্য এক যোদ্ধা তিনি। এ মৌসুমে নিজের সবটুকু দিয়ে রিয়ালকে উপহার দিয়েছেন লা লিগার ট্রফি।

তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ক্লাবের ইতিহাসের অন্যতম সফল এই ফুটবলারকে তাই কিংবদন্তির সম্মাননা দিল স্পেনের জনপ্রিয় দৈনিক মার্কা। এ বছর মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড পেলেন মদ্রিচ। এর আগে এ পুরস্কার পেয়েছেন মাইকেল জর্ডান, লিওনেল মেসি, মোহাম্মদ আলী, ক্রিস্টিয়ানো রোনালদো, ফারনানদো আলোনসো, রাফায়েল নাদাল, পেলেদের মতো কিংবদন্তিরা। স্প্যানিশ ফুটবলে মদ্রিচের অনন্য অবদানে ৩৬ বছর বয়সী এই তারকাও পেলেন এ পুরস্কার।

ক্যারিয়ারে রিয়ালকে লা ডেসিমা উপহার দেওয়াটাই সবচেয়ে স্মরণীয় মুহুর্ত বলে মনে করেন মদ্রিচ। শেষ মুহূর্ত পর্যন্ত রিয়ালেই থাকতে চান এই মিডফিল্ডার। ক্যারিয়ারে আজ যা কিছু অর্জন তার পেছনে রিয়ালের অবদানই বেশি বলেও মনে করেন তিনি।

মদ্রিচ বলেন, ‘এ মৌসুমে শুরুতে আমরা লিগ জিততে পারব, সেটা কেউ ভাবেনি। কিন্তু রিয়াল পেরেছে। কারণ রিয়াল কখোনোই আশা ছেড়ে দেয় না। শেষ মুহুর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা ধরে রাখার শিক্ষা রিয়াল মাদ্রিদ ফুটবলারদের মাঝে বপন করে দেয়। এটাই আমার ভালোবাসার জায়গা। রিয়াল ছেড়ে কোথাও যেতে চাই না আমি। আমার পরিবার এখানে ভাল আছে। এটাই আমার ঘর।’

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এবারো প্রতিটি ধাপেই রিয়ালের লড়াই দেখেছে ফটুবল দুনিয়া। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে গুড়িয়ে দেওয়ার পর ফাইনালেও শিরোপা উঁচিয়ে ধরতে চান মদ্রিচ। ২৮ মে স্তাদে ফ্রান্সে লিভারপুল শক্ত প্রতিপক্ষ হলেও, শিরোপা রিয়ালই জিতবে বলে মনে করেন মদ্রিচ।

এই মাদ্রিদ তারকা বলেন, ‘লিভারপুল যোগ্য দল। সিটির বিপক্ষে সেমিফাইনালে কিভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমাদের লড়াইটা কেমন ছিল তা সবাই দেখেছে। চাপের মুখে ঘুরে দাঁড়াতে জানে রিয়াল। আমরা আশা ছাড়ি না। এটাই আমাদের জয়ের মূলমন্ত্র। আশা করছি ফাইনালেও এটা হারে হারে টের পাবে লিভারপুল।’

রিয়ালের হয়ে ৪৩৪ ম্যাচ খেলে মদ্রিচের গোল ৩১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *