মেসির পেশিতে ব্যথা, আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি

মেসির পেশিতে ব্যথা, আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি

খেলা স্লাইড

নভেম্বর ২৫, ২০২২ ২:৩২ অপরাহ্ণ

বিশ্বকাপ শুরুর আগে থেকেই আর্জেন্টিনার ইঞ্জুরির তালিকা লম্বা হতে থাকে। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে দলটির হতাশা আরো বাড়ে। এবার আরও এক দুঃসংবাদ পেতে হচ্ছে দলটিকে। পায়ের পেশিতে ব্যথা অনুভব করছেন দলটির তারকা ফুটবলার লিওনেল মেসি।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঠে নামার আগেই মেসির ইনজুরির সংবাদ দলের জন্য নিশ্চয়ই ভালো কিছু নয়। তাকে নিয়ে শঙ্কায় রয়েছে দলের অন্যান্য সদস্যরাও।

যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্ডো আলবিলেস্তে’ ভালো খবরও দিয়েছে। তাদের প্রতিবেদন বলছে, পেশির ব্যথা নিয়ে এরই মধ্যে কাজ করে যাচ্ছেন মেসি। খেলতে পারবেন পরবর্তী ম্যাচেও।

গতকাল অনুশীলন চলাকালীন সময়ে এই ব্যথা অনুভব করেন মেসি। যা নিয়ে দলের মধ্যে অস্বস্তি চলছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি বলছে, পিএসজিতে থাকাকালীনও একই সমস্যায় ভুগেছেন মেসি। তবে খেলে গেছেন জাতীয় দলের হয়ে। ব্যথা যদি খারাপ পর্যায়ে না যায় তবে ম্যাচ খেলা নিয়ে সমস্যা নেই পিএসজির এই সুপারস্টারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *