মেট্রোরেলে প্রথম সপ্তাহে আয় কত?

মেট্রোরেলে প্রথম সপ্তাহে আয় কত?

জাতীয় স্লাইড

জানুয়ারি ৩, ২০২৩ ৮:১৪ পূর্বাহ্ণ

যানজটের নগরী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন মেট্রোরেল। বহুল আকাঙ্ক্ষিত এ যোগাযোগ ব্যবস্থা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ে আসতে পারছেন যাত্রীরা।

২৮ ডিসেম্বর মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন গণমানুষের জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল। সোমবার পর্যন্ত পাঁচদিনে মেট্রোরেলের আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, পাঁচদিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা। ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা।

পাঁচদিনে চার হাজার ৮০৪টি এম আরটিপাস টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের দাম ৫০০ টাকা। ফলে এ খাতে ২৪ লাখ দুই হাজার টাকা আয় হয়েছে। দুই খাত মিলিয়ে মোট টিকিট বিক্রি হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *