মিখাইল মিজিনসেভ রাশিয়ার নতুন উপ-প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক স্লাইড

সেপ্টেম্বর ২৫, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ

ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভকে নতুন উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে রাশিয়া। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। খবর তাসের।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভকে উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। কর্নেল জেনারেল. মিজিনসেভ এর আগে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলমান যুদ্ধে রুশ বাহিনীর মারিউপোল অভিযানের নেতৃত্বে ছিলেন জেনারেল মিখাইল মিজিনসেভ।

মিখাইল মিজিনসেভ ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি কালিনিন সুভোরভ মিলিটারি স্কুল থেকে স্নাতক হন। ২০১৪ সালের ডিসেম্বরে তিনি রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান হিসেবে নিযুক্ত হন।

ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যর্থ সামরিক অভিযানের শাস্তি হিসেবে শনিবার উপ-প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে দিমিত্রি বুলগাকভকে বরখাস্ত করার পর তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয় মিখাইল মিজিনসেভকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *