মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

জাতীয় স্লাইড

আগস্ট ১৪, ২০২২ ২:০২ অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। ফলে সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে, সেই কষ্ট লাঘবে সরকার কাজ করে যাচ্ছে।

রোববার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে ডলারের দাম অনেক বেশি বেড়েছে। আমরা আশা করেছিলাম বিশ্ব বাজারে দাম কমে যাওয়ায় ভোজ্যতেলের দাম আমাদের দেশে কমবে। তেল ব্যবসায়ীদের সঙ্গে ট্যারিফ কমিশন বসে ডলারের দাম বৃদ্ধির ফলে কী প্রভাব পড়বে, সেটা নিয়ে আলোচনা করে দাম বাড়া-কমার সিদ্ধান্ত নেয়া হবে।

টিপু মুনশি বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতো হবে, এটা রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ এখনো শ্রীলংকা বা পাকিস্তানের চেয়ে অনেক ভালো। ফলে সেদিকে যাওয়ার কোনো সুযোগ নেই।

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি বাসায় আসেন টিপু মুনশি। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *